লখনউ, ১১ জুলাই (হি.স.): উত্তর প্রদেশে বজ্রাঘাতে একদিনে প্রাণ হারালেন ৩৭ জন। সবথেকে বেশি মৃত্যু হয়েছে প্রতাপগড়ে। সেখানে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও অনেকেই আহত ও জখম হয়েছেন।
গত কয়েক দিন ধরেই উত্তর প্রদেশে ভারী বৃষ্টি হচ্ছে, সঙ্গে বাজও পড়ছে। বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। প্রশাসন সূত্রের খবর, এই দুর্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রাঘাতে মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা ঘটেছে। বাজ পড়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে প্রতাপগড় জেলায়। তার পরই রয়েছে সুলতানপুর। সেখানে সাত জনের মৃত্যু হয়েছে। চন্দৌলিতে ছয়, মৈনপুরীতে পাঁচ এবং প্রয়াগরাজে চার জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শুধু মৃত্যুই নয়, এই সব জেলায় বাজ পড়ে ঝলসে আহত হয়েছেন ১২ জনেরও বেশি।