দুবাই, ১১ জুলাই (হি.স.): বিশ্বকাপ জয়ের পর হার্দিক পান্ডিয়া আইসিসি টি–টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে যুগ্মভাবে শীর্ষস্থান দখল করেছিলেন।কিন্তু এক সপ্তাহেই শীর্ষস্থান হারালেন পান্ডিয়া। দুইয়ে নেমে গেলেন হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপ জয়ের পর হার্দিক পান্ডিয়া এখন রয়েছেন অবসরে।এই সুযোগটা কাজে লাগালেন হাসারাঙ্গা। তবে মাঠের বাইরে থেকেও শীর্ষে উঠতে পেরেছেন হাসারাঙ্গা।
আইসিসি নিয়মানুযায়ী, দলের কোনো ম্যাচ মিস করলে রেটিং পয়েন্ট হারাবেন সেই ক্রিকেটার। সেটি বিশ্রাম পেলে, অসুস্থ হলে, চোটের কারণে কিংবা বাজে ফর্মের কারণে বাদ পড়লেও। শুধু এই কারণেই র্যাঙ্কিংয়ের আরও নিচে নেমে যেতে পারেন পান্ডিয়া।