দেশে ফিরেই কাজ শুরু প্রধানমন্ত্রীর, বাজেট নিয়ে বৈঠক অর্থনীবিদদের সঙ্গে

নয়াদিল্লি, ১১ জুলাই (হি. স.) : দেশের ফিরেই কাজ শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার দিল্লিতে বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি আসন্ন কেন্দ্রীয় বাজেটের জন্য তাঁদের মতামত ও পরামর্শ শোনেন। আগামী ২৩ জুলাই পেশ হবে কেন্দ্রীয় বাজেট। তার আগে বৃহস্পতিবার অর্থনীতিবিদদের পরামর্শ শুনলেন প্রধানমন্ত্রী মোদী। এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া ও অস্ট্রিয়া, দুই দেশের সরকারি সফর শেষ করে এদিন সকালেই নতুন দিল্লি পৌঁছেন। তিনি সোমবার রাশিয়া এবং অস্ট্রিয়ায় তিন দিনের সরকারি সফর শুরু করেন। সফরের প্রথম পর্বে মস্কো এবং দ্বিতীয় ও শেষ পর্যায়ে ভিয়েনায় যান। তিনি বলেন, তাঁর অস্ট্রিয়া সফর ঐতিহাসিক এবং অত্যন্ত ফলপ্রসূ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *