নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১১ জুলাই: ফের বাইক চুরির ঘটনা নৌকাঘাট এলাকায়। বৃহস্পতিবার দুপুরে অন্তর দেববর্মা নামের এক যুবক নৌকাঘাট ঘুরতে আসে। সেখানে বাইকটি রেখে সে ভেতরে ঘুরতে যায় দুপুর প্রায় বারোটা নাগাদ। ঘন্টাখানেক বাদে ফিরে এসে দেখতে পায় সেখানে বাইকটি নেই।
আশেপাশে খোঁজ করেও বাইকের কোন হদিস না পেয়ে শেষ পর্যন্ত বিশালগড় থানার পুলিশের দ্বারস্থ হয় ওই যুবক। পুলিশ একটি লিখিত অভিযোগ রেখে ঘটনার তদন্ত শুরু করেছে। নৌকা ঘাট এলাকায় বাইক চুরির ঘটনা নতুন কিছু নয়। প্রায় প্রতিনিয়ত ওই জায়গা থেকে বাইক চুরির মত ঘটনা ঘটে। একটি পর্যটন কেন্দ্রের বাইরে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় ঘুরতে আসা পর্যটনদের নিরাপত্তা প্রদানে বিশেষ উদ্যোগ গ্রহণ করুক, দাবি জনগণের।