নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ জুলাই: এক আরম্ভর অনুষ্ঠানের মধ্যে ধর্মনগরের অর্চ্ছেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে ভারত বিকাশ পরিষদের ৬২তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।
এছাড়া উপস্থিত ছিলেন মৌসম ভট্টাচার্য, উত্তর জেলা আরএসএসের মুখ্য প্রচারক প্রদীপ দেববর্মা, সংস্থার সভাপতি হনুমান পারেক।
স্বাগত ভাষণ রাখেন সংস্থার সম্পাদক সুপ্তা পুর কায়েস্থ। স্বাগত ভাষণে সম্পাদক তুলে ধরেন ধর্মনগরে এই সংস্থা উদ্বোধন এবং কার্যকারিতা। কিভাবে ১৯৬৩ সালে এই সংস্থার কাজ শুরু হয়েছিল এবং সমাজে যারা পিছিয়ে পড়া নির্যাতিত বর্গ রয়েছে তাদের জন্য এই সংস্থা দিনের পর দিন কাজ করে চলেছে। এখনো কোথায় কোন গ্রাম, কোথায় অবহেলিত নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে কিভাবে এই সংস্থা কাজ করে চলেছে তা তুলে ধরা হয়।
উদ্বোধক উত্তর জেলার পুলিশ সুপার বলেন যে কোন দেশ এগিয়ে চলে তার যুব সমাজের উপর। ভারতের যুবসমাজ যথেষ্ট শক্ত কিন্তু কিছু সংখ্য বিদেশী শক্তি দেশের যুবসমাজকে ধ্বংস করে দিতে চাইছে। নেশার মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের ডাক দিয়েছে সেই সব বিদেশি শক্তি। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেশা মুক্ত দেশ তথা ত্রিপুরা গড়ার দিকে ডাক দিয়েছে। রাজ্যের পুলিশ নেশার বিরুদ্ধে একের পর এক অভিযান অব্যাহত চালিয়েছে এমনকি একের পর এক সচেতনতা মূলক শিবির করে নেশার বিরুদ্ধে মানুষকে বোঝানো হচ্ছে।
উত্তর জেলায় ইদানিং বেশ কিছু অভিযান সংগঠিত হলেও নেশার বিরুদ্ধে যে অভিযান তা শেষ হয়নি। সাধারণ মানুষকে সচেতন করাই হচ্ছে এই সমাজটাকে বাঁচিয়ে তোলা এবং পরবর্তী প্রজন্ম যাতে নিশ্চিন্তে জীবন যাপন করতে পারে তার সুবিচার করে দেওয়া। তাই পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী নেশার বিরুদ্ধে সবাইকে একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। কারণ বিশিষ্টজনদের বক্তৃতায় ভারত বিকাশ পরিষদ যে সমাজের জন্য মানুষের ভালোর জন্য কাজ করে যাচ্ছে তা স্পষ্ট ।