মুম্বই, ১০ জুলাই (হি. স.): মুম্বইয়ের ওরলিতে বিলাসবহুল গাড়ি দুর্ঘটনাকাণ্ডে মূল অভিযুক্ত শিবসেনা নেতা রাজেশ শাহের ছেলে মিহির শাহকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল মুম্বইয়ের সেওরি আদালত। মঙ্গলবার গ্রেফতার করা হয় তাঁকে। আর তারপর বুধবার সকালে মিহিরকে আদালতে পেশ করা হয়। তারপর আাদলত নির্দেশ দেয় আগামী ১৬ জুলাই পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে থাকতে হবে। জানা যাচ্ছে, ছেলেকে বাঁচানোর চেষ্টা করছিলেন শিবসেনা নেতা রাজেশ শাহ। এই ঘটনার পর বিরোধীদের আক্রমণের চাপে পড়ে তাঁকেও এদিন দল থেকে বহিস্কার করা হয়। উল্লেখ্য, গত শনিবার ভোররাতে বাড়ি ফেরার পথে জুহুর একটি বারে মদ্যপান করেন মিহির। এর পর ‘লং ড্রাইভে’ নিয়ে যেতে বলেন ড্রাইভারকে। ওরলিতে পৌঁছনোর পর নিজেই গাড়ি চালাবেন বলে জেদ ধরেন। মিহির স্টিয়ারিংয়ে বসার কিছুক্ষণ পরেই একটি স্কুটারে ধাক্কা মারেন। স্কুটারে ছিলেন মাছ বিক্রেতা প্রদীপ নাকভা এবং তাঁর স্ত্রী কাবেরী নাকভা। অন্য দিনের মতোই পাইকারি বাজারে মাছ কিনতে যাচ্ছিলেন তাঁরা। মিহিরের গাড়ি পিষে দেয় কাবেরীকে। প্রদীপ আহত হলেও প্রাণে বেঁচে যান।
2024-07-10