নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই: পর্যটনে নয়া ভারত গড়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে পারে ত্রিপুরার পর্যটন ক্ষেত্র সমূহ। বুধবার বর্ষণ সিক্ত নীরমহলের প্রাকৃতিক সৌন্দর্য দেখে অভিভূত হন কেন্দ্রীয় পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এবং পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপি।
তিনি জানান, রাজ্যের পর্যটনের বিকাশের ক্ষেত্রসমূহ তিনি কেন্দ্রীয় পর্যটনমন্ত্রীর নিকট তুলে ধরবেন। দক্ষিণ ভারতের চিত্র পরিচালক এবং নায়ক নায়িকাদের রাজ্যের পর্যটনকে তুলে ধরার জন্য আহ্বান জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
তিন দিনের রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম ,প্রাকৃতিক গ্যাস এবং পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপী। বুধবার তিনি মেলাঘরের নীরমহল পরিদর্শনে যান। বর্ষণ সিক্ত নীরমহলের প্রাকৃতিক সৌন্দর্য দেখে অভিভূত হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। নিরমহলের নয়ণাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যকে চলচ্চিত্রে তুলে ধরার জন্য দক্ষিণ ভারতের চিত্র পরিচালক এবং নায়ক নায়িকাদের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপি।
গোটা নীরমহল পরিদর্শন শেষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, দেশের পর্যটন শিল্পকে বিশ্বের আঙিনায় তুলে ধরার জন্য ত্রিপুরাসহ উত্তর পূর্বাঞ্চলের পর্যটন ক্ষেত্রগুলি বিশেষ ভূমিকা গ্রহণ করতে পারে। গোটা বিষয়টি কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর নিকট তুলে ধরবেন বলে জানান পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপী।
এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের পর্যটন মন্ত্রীর প্রশংসা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপি।