নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই:
বুধবার অখিল ভারতীয় পরিষদের ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে প্রদেশ সম্পাদক সানজিৎ সাহা নেতৃত্বে এক প্রতিনিধি দল ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সাথে সাক্ষাৎ করেন।
শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে (বিদ্যাজ্যোতি স্কুলের সমস্যা , কলেজগুলির মধ্যে শিক্ষক নিয়োগ, সরকারি শিক্ষকরা টিউশন পড়ানো বিষয় সংক্রান্ত, এবং রাজ্যের কলেজ গুলোর মধ্যে সঠিকভাবে যেন রাষ্ট্রীয় শিক্ষানীতি বাস্তবায়ন করা ও স্কুল কলেজের মধ্যে ছাত্রদের জন্য খেলাধুলার সঠিক ব্যবস্থা করার জন্য এরকম দাবি-দাবা নিয়ে রাজ্যপালের নিকট এক মেমোরেন্ডাম পেশ করা হয়।