কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যোগদান ভোটারদের

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৯ জুলাই: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ঊনকোটি জেলায় কংগ্রেস দলে ভাঙ্গন দেখা দিয়েছে। কংগ্রেস দল ত্যাগ করে গৌরনগর ব্লকের যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের ১০ পরিবারের ৪৬ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। এই উপলক্ষে আয়োজিত যোগদান সভায় উপস্থিত দলের সাধারণ সম্পাদক অরুন সাহা। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে গ্রহন করেন  নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখতে গিয়ে অরুন সাহা বলেন, আমাদের সরকার সবসময় উন্নয়ন নিয়ে কাজ করে থাকে। তাই কাজ দেখে ভারতীয় জনতা পার্টিতে  যোগদান করছেন উন্নয়নকামী মানুষজন। যেমন উন্নয়ন কাজ করে রাজ্য সরকার, তেমনি করছে কেন্দ্রীয় সরকার।

এদিকে,   ইরানি গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ড মন্ডলের সহসভাপতি মোতাসির আলী ও সাধারণ সম্পাদক প্রশান্ত দে এবং শক্তি কেন্দ্রের ইনচার্জ এর  উপস্থিতে আরো ৫৫জন কংগ্রেস ও সিপিএম ছেড়ে বি জেপি দলে যোগ দান করে। এছাড়া গৌরনগর ব্লকের নুরপুর গ্রাম পঞ্চায়েতের একজন নির্বাচিত গ্রাম পঞ্চায়তের সদস্য কংগ্রেস ছেড়ে রাজ্য সংখ্যালঘু  মোর্চার সভাপতি বিলাল মিয়ার হাত ধরে বি জেপি দলে যোগ দান করেন । উনার নাম মশাইদ আলী।

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে ঊনকোটি জেলায় বিজেপির সাংগঠনিক তৎপরতা আরো বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখনো যারা বিরোধী শিবিরে রয়েছেন তাদেরকে বিরোধী দল গুলির প্রতি মোহভঙ্গ করে বিজেপির পতাকা তলে শামিল হয়ে রাজ্যের ও দেশের উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করার সৈনিক হিসেবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *