রায়বরেলি, ৯ জুলাই (হি. স.): মঙ্গলবার সকালে হনুমান-শরণে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন সকাল-সকাল রায়বরেলির বাছরাওয়ানের চুরুওয়া হনুমান মন্দিরে পুজো দেন লোকসভার বিরোধী দলনেতা । হাত জোর করে প্রার্থনা করতে দেখা যায় কংগ্রেসের যুবরাজকে। কংগ্রেস নেতাকর্মীদের সঙ্গে মন্দিরে যান রাহুল। প্রসঙ্গত, সম্প্রতি সংসদে রাহুলের “বিতর্কিত” হিন্দু মন্তব্যে বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় ওঠে। তারপরে এদিন রাহুলের হনুমান মন্দিরে যাওয়ার বিষয়টিকে হিন্দু ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা বলে ব্যাখ্যা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।
2024-07-09