ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। লাগাতর তৃতীয় ম্যাচে জয়ী পান্তৌয় স্পোর্টিং সোসাইটি। টানা জয়। পরপর তিন ম্যাচে। দুর্দান্ত জয়ের হ্যাটট্রিক পান্তৌয় স্পোর্টিং সোসাইটির। তবে মূল পর্বে খেলার প্রত্যাশা কিছুটা হলেও জিইয়ে রয়েছে। লীগের প্রথমদিকে পরপর দুটি ম্যাচ ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতেই পান্তৌয়ের কিছুটা ক্ষতি হয়েছে। মাঝে ঐকতান যুব সংস্থার সঙ্গে এক-দুই গোলে পরাজয় পান্তৌয় সোসাইটি কে পিছিয়ে দিয়েছিল। এদিকে, পরপর তিন ম্যাচে যথাক্রমে আনন্দ ভবনকে ৩-১ গোলে, ইউনাইটেড বিএসটিকে ২-১ গোলে হারানোর পর আজ, মঙ্গলবার ইয়ুথ ক্লাবকে ২-০ গোলে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল এক শূন্য গোলে এগিয়ে ছিল। খেলার ৩৩ মিনিটের মাথায় নেলসন ত্রিপুরার গোল এবং ৭৩ মিনিটের মাথায় জেমসন দেববর্মার গোল পান্তৌয় স্পোর্টিং সোসাইটি দারুন জয় পায়। দুই অর্ধের দুই গোলে। পক্ষান্তরে ইয়ুথ ক্লাবের ফুটবলাররা একাধিকবার আক্রমণ রচনা করলেও গোল পরিশোধের কোন ফুরসৎ পায়নি। ২-০ গোলে জয় ছিনিয়ে পান্তৌয় স্পোর্টিং সোসাইটি ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। খেলায় অসদাচরনের দায়ে রেফারি বিজিত ক্লাবের রাহুলকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি লিটন সাহা, পল্লব চক্রবর্তী, সুশান্ত দাস ও শিবজ্যোতি চক্রবর্তী। দিনের খেলা: বেলা একটায় কদমতলী যুব সংস্থা বনাম উমাকান্ত কোচিং সেন্টার। বিকেল তিনটায় আমরা ক-জনা বনাম সরোজ সংঘ। উমাকান্ত মিনি স্টেডিয়ামে।
2024-07-09