নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৯ জুলাই: সামনে গ্রাম পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনের প্রাক মুহূর্তে সাব্রুমে উদ্ধার মানব দেহের বিভিন্ন ধরনের অপারেশনের এর জন্য যে সকল সামগ্রীগুলি প্রয়োজন সেই সকল সামগ্রীগুলি উদ্ধার হয় সাব্রুমের মনুবাজার থানার অন্তর্গত গুয়া চাঁদ এলাকায়।
তবে বিভিন্ন ভাবে প্রশ্ন উঠছে কেন এ সকল সামগ্রীগুলি নিয়ে আসা হয়েছে অবৈধভাবে নাকি এর পেছনে রয়েছে বড়সড়ো কোন ষড়যন্ত্রের রহস্য।
ঘটনার বিবরণে জানা যায় গোপন খবরের ভিত্তিতে মনুবাজার থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক এবং এসডিপিও নিত্যানন্দ সরকারের যৌথ উদ্যোগে বিশাল পুলিশ বাহিনীর সমেত সাব্রুম মহকুমার অন্তর্গত গুয়াচাঁদ এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে মানব দেহের বিভিন্ন অপারেশনের সাথে যুক্ত মেডিকেল সরঞ্জাম পাওয়া যায়। মেডিকেল সরঞ্জামগুলির বৈধ কোনো কাগজপত্র এবং মালিককে পাওয়া যায়নি ।
তবে এই ওষুধি এবং মানব দেহের বিভিন্ন অস্ত্রপচারের সঙ্গে যুক্ত সরঞ্জামগুলি একটি মারুতি ভ্যান গাড়িতে তোলার সময় পুলিশ দুজনকে গাড়ি সহ আটক করে । তবে কোন এক অজ্ঞাত কারণে মনুবাজার থানার পুলিশ ওই দুইজন এর নাম প্রকাশ করতে চাইছে না। তবে এর পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে, তা এখনো জানা যায়নি। তবে মনুবাজার থানার ওসি বিষ্ণুপদ ভূমিক জানিয়েছে দশ পেটি মেডিকেল সরঞ্জামের আনুমানিক বাজার মূল্য ৮ থেকে ১০ লাখ টাকা হবে।