BRAKING NEWS

চাকরি থেকে বরখাস্ত ডিমা হাসাও জেলার সিসিএফ মুয়ানথাং টুংনুং

হাফলং (অসম), ৯ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলার সিসিএফ মুয়ানথাং টুংনুংকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বনবিভাগের এই পদস্থ আধিকারিককে গত ১৩ ফেব্রুয়ারি বরপেটা রোড মানস টাইগার অভয়ারণ্যের ফিল্ড ডিরেক্টর হিসেবে বদলি করা হয়েছিল। কিন্তু তিনি সেখানে কাজে যোগ না দেওয়ায় কঠোর শাস্তির মুখে পড়তে হয়েছে বনবিভাগের এই আধিকারিককে।  ১৩ ফেব্রুয়ারি মুয়ানথাং টুংনুং-এর বদলির নির্দেশ আসার পর ১৬ মার্চ এই আধিকারিককে ডিমা হাসাও জেলার বনবিভাগের সিসিএফ পদ ও দক্ষিণ অসমের শিলচর সার্কলের কনজারভেটর অব ফরেস্টের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এর পর সিসিএফ মুয়ানথাং টুংনুং মানস টাইগার অভয়ারণ্যের ফিল্ড ডিরেক্টর পদে যোগ না দেওয়ায় এবার তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশনা জারি করেছেন রাজ্যের বন ও পরিবেশ দফতরের সচিব আদিল খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *