মস্কো, ৯ জুলাই (হি.স.): রাশিয়ার রাজধানী মস্কোয় প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতার সময় সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, কাজান ও ইয়েকাটেরিনবার্গে নতুন কনস্যুলেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার মস্কোয় প্রবাসী ভারতীয়দের সঙ্গে মিলিত হন প্রধানমন্ত্রী মোদী। তিনি ভারত ও রাশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি আপনাদের সবার সঙ্গে কিছু ভাল খবর ভাগ করে নিতে চাই। আমরা কাজান এবং ইয়েকাটেরিনবার্গে নতুন কনস্যুলেট খোলার সিদ্ধান্ত নিয়েছি। এটি ভ্রমণ এবং ব্যবসায়িক বাণিজ্যকে বাড়িয়ে তুলবে।”
2024-07-09

