খোদ বিএসএফের এক আধিকারিকের বিরুদ্ধে চুরির মামলা করল আমজনতা, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই: খোদ বিএসএফের এক আধিকারিকের বিরুদ্ধে চুরির মামলা করল আমজনতা। আর এই ঘটনাকে কেন্দ্র করে কমলাসাগর মিয়াপাড়া এলাকায় বিএসএফ এবং সাধারণ জনগণের মধ্যে চাপা ক্ষোভ দেখা দিয়েছে।

ঘটনার বিবরণে জানা যায় কমলাসাগর মিয়াপাড়া এলাকার রাজু দেবের একটি মারুতি গাড়ি দেবীপুর পশু খামারের ভেতর থেকে চালকের অনুপস্থিতিতে সেই মারুতি গাড়িটি এবং গাড়িতে থাকা একটি মোবাইল চুরি করে নিয়ে আসে মিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের ১৫০ বাহিনীর আইবি অপূর্ব বিশ্বাস। এমনই অভিযোগ এনে মধুপুর থানায় রাজু দেব আইবি অপূর্ব বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন মঙ্গলবার দুপুরবেলা

জানাযায় গত ৬ জুলাই রাজু দেবের একটি মারুতি ভ্যান গাড়ি যার নম্বর টিআর০৭সি-০৪৫৪ অন্যান্যদিনের মতো খামার থেকে চালক দিয়ে গবাদিপশুর জন্য ঘাস আনতে যায়। যদিও দীর্ঘদিন যাবত রাজু দেব তার গাড়ি করে গবাদি পশুর জন্য দেবীপুর পশু খামার থেকে ঘাস ক্রয় করে নিয়ে আসছে। সেই সূত্র ধরে গত ৬ই জুলাই তার মারুতি গাড়িতে করে তার চালক দেবীপুর পশু খামার থেকে ঘাস আনতে যায়। এমন সময়ই গাড়ির চালক খামারের মধ্যে গাড়িটি রেখে এবং গাড়ির ভিতর একটি মোবাইল রেখে পাশাপাশি গাড়ির চাবি রেখে ঘাস কাটতে যায়। কিন্তু ঘাস নিয়ে এসে দেখতে পায় তার গাড়িটি সেখানে নেই।

পরবর্তী সময়ে অনেক খোঁজাখুজি করে জানতে পারে তার গাড়িটি একপ্রকার চুরির অভিনয় করে বিএসএফের আইবি অপূর্ব বিশ্বাস মিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়। পরবর্তী সময়ে রাজু দেব সেই গাড়িটি হদিস পেয়ে যখন ক্যাম্পে এসে গাড়ি আনতে যাই তার সাথে অনেক খারাপ আচরণ করে অপূর্ব বিশ্বাস বলে অভিযোগ। এমনকি রাজুদেবকে হুমকি দেয় প্রয়োজনে গাড়ির সাথে তার বিরুদ্ধে মামলা নিয়ে নিবে।

পরবর্তী সময়ে অপূর্ব বিশ্বাস ক্ষমতার দাপট দেখিয়ে তার গাড়ির মধ্যে চার বস্তা চিনি দিয়ে কাস্টমসের হাতে তুলে দেয় চালকের মোবাইল সহ। এমনই অভিযোগ। উল্লেখ্য অপূর্ব বিশ্বাস যে সময় খামার থেকে গাড়িটি নিয়েছিল এবং যে জায়গা থেকে গাড়িটি এনেছে ওই ভিডিও দেখাতে পারেননি। পরবর্তী সময়ে অনেক আলোচনার পরেও সেই গাড়িটি দিতে নারাজ অপূর্ব বিশ্বাস। এদিকে গাড়ির মালিক রাজুদেব সাফ জানিয়ে দেয় খামার থেকে এক প্রকার চুরির অভিনয় করে গাড়িটা নিয়ে আসে উদ্দেশ্যে প্রণোদিতভাবে অপূর্ব বিশ্বাস তার গাড়িটিকে ফাঁসিয়ে দেয়। এদিকে রাজু দেব অভিযোগ করেন গত কয়েক মাস পূর্বেও তার কাছ থেকে প্রচুর টাকা নিয়েছিল অপূর্ব বিশ্বাস। পরবর্তী সময়ে সে টাকা ফিরিয়ে দিবে বলেছিল। কিন্তু সেই টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলতেই রাজু দেবের উপর ক্ষিপ্ত হয়ে থাকে।

এদিকে মধুপুর থানার পুলিশ সে মামলা হাতে নিয়ে তদন্ত চালাচ্ছে। উল্লেখ্য ১৫০ বাহিনীর বিএসএফের আইবি অপূর্ব বিশ্বাসের বিরুদ্ধে পূর্বেও অনেক অভিযোগ রয়েছে। প্রায় বাড়ি গিয়ে জনগণকে হয়রানি এমনকি যারা বাণিজ্যের সাথে জড়িত নয় তাদেরকে হুমকি দিয়ে তারা তাদের কাছ থেকে টাকা আদায় করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি সে প্রায়শই মদমত্ত অবস্থায় থাকে বলে অভিযোগ। এখন দেখার বিষয় পুলিশ চুরির মামলা হাতে নিয়ে বিএসএফের আইবি বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *