BRAKING NEWS

মৎস্যজীবীদের অবস্থান বিক্ষোভ  ক্যানিংয়ে

ক্যানিং, ৮ জুলাই (হি.স.) : মৎস্যজীবীদের উপর নতুন নতুন নির্দেশিকা জারির প্রতিবাদে মৎস্যজীবীরা একত্রিত হয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন ক্যানিংয়ে। সোমবার দুপুরে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের দফতরের সামনেই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন প্রায় হাজার খানেক মৎস্যজীবী। সুন্দরবন মৎস্যজীবী রক্ষা কমিটির উদ্যোগে এদিন এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারীদের দাবি, বিনা কারণে বিএলসি বাতিল সহ মৎস্যজীবীদের উপর বন দফতরের নানারকম অত্যাচারের প্রতিবাদে তাঁরা একত্রিত হয়ে আন্দোলনে নেমেছেন। সংগঠনের সভাপতি শম্ভু সাহা বলেন, “দিনের পর দিন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অত্যাচার বেড়েই চলেছে মৎস্যজীবীদের উপর। বিএলসি কেঁড়ে নেওয়া, জাল, নৌকা কেঁড়ে নেওয়া, মোটা টাকা ফাইন করা। মাছ, কাঁকড়া কেঁড়ে নেওয়ার মত অভিযোগও রয়েছে ব্যাঘ্র প্রকল্পের বিরুদ্ধে। সর্বোপরি বিএলসি বাতিল করা হবে বলে ওনারা নির্দেশিকা জারি করেছেন। এই তুঘলকি নির্যাতনের প্রতিবাদে আমরা পথে নেমেছি।” সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন বলেন, “ আমরা সেই বিএলসিগুলো বাতিল করবো বলেছি যেগুলোর হোল্ডাররা মারা গিয়েছেন। যারা মৎস্যজীবী নন তাঁদের অনেকেই এই বিএলসি ভাড়ায় খাটাচ্ছেন। তবে মৎস্যজীবীদের দাবিগুলোও ক্ষতিয়ে দেখা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *