BRAKING NEWS

অসমের ত্রাণ শিবির ঘুরে দেখলেন রাহুল, পৌঁছলেন মণিপুরের ইম্ফলে

গুয়াহাটি, ৮ জুলাই (হি.স.) :  অসমে বন্যা ও অবিরাম বর্ষণে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অসমের ২৮টি জেলার প্রায় ২২ লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছেন। বহু গ্রাম বন্যা কবলিত। এই পরিস্থিতিতে সোমবার সকালে অসমের কাছাড় জেলায় বন্যা-দুর্গত মানুষের সঙ্গেও দেখা করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

মণিপুরে যাওয়ার আগে যেখানে তিনি জিরিবামের একটি ত্রাণ শিবির পরিদর্শন করেন। এদিন রাহুল গান্ধী অসমের শিলচর বিমানবন্দরে পৌঁছলে অসম ও মণিপুরের কংগ্রেস নেতারা তাঁকে সংবর্ধনা দেন। রাহুল ফুলেরতালে যান এবং ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বন্যা-দুর্গতদের সঙ্গে কথা বলেন। এরপর এদিনই মণিপুরের রাজধানী ইম্ফলে পৌঁছেছেন রাহুল গান্ধী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *