BRAKING NEWS

চেন্নাইয়ে বিএসপি নেতার মৃত্যুতে ব্যথিত স্ট্যালিন, তামিল সরকারকে একহাত মুরুগানের

চেন্নাই, ৬ জুলাই (হি.স.): চেন্নাইয়ে বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র নেতা কে আর্মস্ট্রংয়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। আর্মস্ট্রংয়ের মৃত্যুতে শোকব্যক্ত করে শনিবার সকালে মুখ্যমন্ত্রী স্ট্যালিন সামাজিক মাধ্যমে জানিয়েছেন, “বহুজন সমাজ পার্টির রাজ্য সভাপতি আর্মস্ট্রংয়ের হত্যাকাণ্ড মর্মান্তিক ও গভীরভাবে দুঃখজনক। রাতেই হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করেছে পুলিশ। আমি আর্মস্ট্রংয়ের দল, পরিবার, আত্মীয়স্বজন এবং শোকাহত অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাতে চাই এবং আমি পুলিশ আধিকারিকদের মামলাটি দ্রুত পরিচালনা করতে এবং আইন অনুযায়ী অপরাধীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছি।”

এদিকে, বিএসপি নেতাকে খুনের ঘটনায় তামিলনাড়ু সরকারকে একহাত নিলেন কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান। তিনি বলেছেন, “তামিলনাড়ুর আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে বাঁচতে পারলেন না ন্যাশনাল পার্টির রাজ্য সভাপতি। ডিএমকে সরকার রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, ১০ দিন আগে বেআইনি মদের জন্য প্রায় ৭০ জন মানুষের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রক নিয়ন্ত্রণ করেন এবং তিনি এতে ব্যর্থ হচ্ছেন। রাহুল গান্ধী হাথরাসে যাচ্ছেন, কিন্তু কল্লাকুরিচি যাননি… রাজনৈতিক নেতাদের খুন করা হচ্ছে, তাদের নিরাপত্তা নেই, রাজ্য কোথায় যাচ্ছে?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *