BRAKING NEWS

কল্যাণপুরের সফল ফুল চাষী শংকর আরো এগুতে চায়

 কল্যাণপুর, ৬ জুলাই: কোন কিছু করার অভিপ্রায়, একাগ্রতা এবং অদম্য লক্ষ্য থাকলে যেকোন বাধাকে অতিক্রম করেই সফলতার দিকে পৌঁছানো যায়। শুধু লক্ষ্যে পৌঁছানো যায়, এমন না।

 বর্তমান পরিবর্তিত এবং জটিল সমাজ ব্যবস্থায় বেঁচে থাকার রসদ পাওয়ার পাশাপাশি অন্যদেরও নানান ভাবে উদ্বুদ্ধ করা যায়। এমনই এক দৃষ্টান্ত খোয়াই জেলার কল্যাণপুরের সফল ফুল চাষী শংকর শীল।

শুধু কল্যাণপুর না, গোটা খোয়াই জেলাতেই একজন সফল এবং আদর্শ ফুল চাষী হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেছে কল্যাণপুর বাজার কলোনী গ্রামের উদ্যোগী এই যুবক।

শীতকাল হোক কিংবা বর্ষাকাল সবসময়ই শংকর ব্যস্ত বাহারি ফুল ফোটাতে। এখনো হঠাৎ আজকের দিনেও শঙ্করের প্রায় আড়াই থেকে তিন কানি জমিতে গাঁদা ফুলের সাথে ডালিয়া, চন্দ্রমল্লিকার চাষ সত্যি সত্যি দারুন অনুভূতি প্রদানের জন্য যথেষ্ট।

প্রত্যাশা ত্রিপুরা প্রতিনিধির সাথে কথা বলতে গিয়ে দুচোখে অনেক স্বপ্ন নিয়ে শঙ্করের বক্তব্য হচ্ছে স্থানীয় প্রশাসন বা সরকার অনেক সহায়তা করেছে, তবে লক্ষ্য যেহেতু অনেক দূর , তাই আগামী দিনে আরো সাহায্য চাইছে দৃষ্টান্তকারী যুবক শংকর।

এই সময়ের মধ্যে অর্থাৎ বৃষ্টির সময় ফুল চাষ করে ততটা লাভবান না হলেও শীতকালে ফুল চাষ অনেকটাই লাভজনক দাবি শঙ্করের। শঙ্করের আরও স্পষ্ট বক্তব্য হচ্ছে যথেষ্ট চাহিদা রয়েছে ফুল চাষের, রাজধানী আগরতলা থেকে শুরু করে খোয়াই, কল্যাণপুর কিংবা তেলিয়ামুড়াতে প্রতিনিয়ত শংকর ফুলের যোগান দিয়ে চলেছে বলে জানিয়েছে প্রতিবেদককে। আগামী দিনে যারা ফুল চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে শঙ্করের বক্তব্য হচ্ছে একবার লক্ষ্য স্থির করে ফুল চাষে নেমে গেলে সফলতা আসতে বাধ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *