ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মোহনপুর চ্যাম্পিয়ন। রানার্স উদয়পুর। রাজ্য সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপের খেলায়। ফাইনাল ম্যাচটি বৃষ্টি বিঘ্নিত হলেও শেষ পর্যন্ত ভিজেডি ও অন্যান্য পদ্ধতিতে হিসেব-নিকেশের মাধ্যমে নতুন টার্গেটকে সামনে রেখে মোহনপুর-ই জয়লাভ করেছে। ত্রিপুরা ক্রিকেটে এসোসিয়েশন আয়োজিত সিনিয়র স্টেট মীট এলিট গ্রুপের ক্রিকেট ফাইনালে আজ, বৃহস্পতিবার মোহনপুর চার উইকেটের ব্যবধানে উদয়পুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা জিতে নিয়েছে। খেলা ছিল ধর্মনগর কলেজ স্টেডিয়ামে। সকালের পরিবেশ পরিস্থিতি ভালোই ছিল বলে ন’টায় যথারীতি ম্যাচ শুরু, ৫০ ওভারের খেলা। টস জিতে মোহনপুর প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটিং এর সুবিধা পেয়ে উদয়পুর ৪৬.৫ ওভার খেলে ১৬৩ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে আরমান হোসেনের সর্বাধিক ২৯ রান উল্লেখযোগ্য। এছাড়া, রিয়াজ উদ্দিনের ২১ রান, অধিনায়ক কৃতি দীপ্ত দাসের ১৯ রান কিছুটা উল্লেখ করার মতো। মোহনপুরের বোলার ইন্দ্রজিৎ দেবনাথ ৩৩ রানে ৪টি উইকেট তুলে নিয়ে উদয়পুরকে এক প্রকার রুখে দেয়। এছাড়া, অধিনায়ক সৌরভ দাস, সন্দীপ সরকার ও সুভাষ চক্রবর্তী প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে মোহনপুর ১১ বল খেলে ২ উইকেট হারিয়ে আট রান সংগ্রহ করতেই বৃষ্টিতে ম্যাচ থেমে যায়। কিছুক্ষণ অপেক্ষার পর অনুকূল পরিস্থিতিতে খেলা পুনরায় শুরু হলেও ডিএলএস মেথডে ২৭ ওভারে ৯০ রান টার্গেট নির্ধারিত হয়। মোহনপুর ২৩.২ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে জয়ের টার্গেটে পৌঁছায়। জয়ন্ত ভট্টাচার্যের ৩৫ রান এবং রোহন বিশ্বাস এর ২৪ রান দলকে জয়ের লক্ষ্যে পৌঁছাতে অনেকটা সহায়তা করেছে। উদয়পুরের সম্রাট বিশ্বাস ২২ রানে চারটি উইকেট পেলেও ততক্ষণে মোহন পুর জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয় এবং চার উইকেটে দারুন জয় ছিনিয়ে চ্যাম্পিয়নের খেতাব পায়। দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসেবে ইন্দ্রজিৎ দেবনাথ পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।