নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৪ জুলাই: ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ছয় ও সাত নম্বর ওয়ার্ড এলাকার ভঙ্গুর রাস্তা দ্রুত সংস্কারের জন্য এলাকার বিধায়ক বীরজিৎ সিনহা দ্বারস্থ হয়েছে এলাকাবাসী। দীর্ঘদিন ধরেই চলাচলের রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তাটির সংস্কারের জন্য দীর্ঘদিন ধরেই এলাকার জনগণ প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছেন। কিন্তু প্রশাসনের উদ্যোগে রাস্তাটি সংস্কারের জন্য কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ।
শেষ পর্যন্ত তারা এলাকার বিধায়ক বীরজিৎ সিনহার দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে বিধায়ক রাস্তাটি পরিদর্শন করেন এবং এলাকাবাসীর অভিযোগের সত্যতা পান। তিনি এলাকাবাসীদের আশ্বস্ত করেছেন এ ব্যাপারে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাক্রমে শীঘ্রই রাস্তাটির সংস্কারের উদ্যোগ গ্রহণ করার অনুরোধ জানাবেন।