BRAKING NEWS

এস এম কাপ অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবলের উদ্বোধন কৈলাশহরে

ক্রীড়া প্রতিনিধি আগরতলা। রাজ্য ভিত্তিক সুব্রত কাপ অনুর্ধ ১৭ মহিলা  ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন হল বৃহস্পতিবার কৈলাসহর কলেজ স্টেডিয়ামে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়। উদ্ধোধনী অনুষ্ঠানে মন্ত্রী টিংকু রায় ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, কৈলাসহরের মহকুমাশাসক প্রদীপ সরকারসহ আরও  অনেকে।রাজ্য ভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টে মোট নয়টি দল অংশগ্রহণ করেছে। টুর্নামেন্টের উদ্ধোধনী ম্যাচে উত্তর জেলা একাদশের বিরুদ্ধে ঊনকোটি জেলা একাদশ মুখোমুখি হয়। উদ্ধোধনী ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে ঊনকোটি জেলা একাদশ জয়লাভ করেছে। টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন যে, ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে ছাত্রীরা যে পরিমান অংশগ্রহণ করেছে, সেই তুলনায় অভিভাবকদের উপস্থিতিটা খুবই নগন্য। বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা মাঠ মুখী হচ্ছে না এবং এরা খেলাধূলাতে আগ্রহ দেখাচ্ছে না। সেক্ষেত্রে অভিভাবকদেরও বড় ভুমিকা নিতে হবে। অন্যদিকে ত্রিপুরা রাজ্যের কয়েকজন ছেলে মেয়েরা খেলাধুলাতে গোটা ভারতবর্ষ নেতৃত্ব দিচ্ছে। দীপা কর্মকার, সোমদেব দেববর্মন, অরশিয়ারা ত্রিপুরার নাম যেমন উজ্জ্বল করছে ঠিক তেমনি গোটা পৃথিবীতে এরা দেশের নাম বলে বেড়াচ্ছে বলে জানান মন্ত্রী টিংকু রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *