ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সরোজ সংঘের পর ইকফাই ফুটবল ক্লাব। ১৫ গোলের ব্যবধানে জয়ের রেকর্ড। টিএফএ পরিচালিত ঘরোয়া সি-ডিভিশন লিগে আমরা ক’জনা কে বড় ব্যাবধানে পরাজিত করে গ্রুপ চ্যাষ্পিয়নের আশা জিইয়ে রাখলো ইকফাই ফুটবল ক্লাব। বৃহস্পতিবার, বিকেল তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত বি-গ্রুপের লড়াইয়ে মুখোমুখি হয় আমরা ক’জনা ও ইকফাই এফ সি। ম্যাচে আমরা ক’জনা কে ১৫-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে ইকফাই এফ সি। প্রথমার্ধে বিজয়ী দল নয় গোলে এগিয়েছিল। ম্যাচে ইকফাই এফ সি-র হয়ে হ্যট্রিক করেন কাখচাং জমাতিয়া (৫ গোল) ও সাচলাং জমাতিয়া (৪ গোল)। এছাড়া খতেন্দ্র রিয়াং দুইটি এবং রাজু ত্রিপুরা, রাকেশ জমাতিয়া, রোহিত জমাতিয়া ও লিও মারাক প্রত্যেকে একটি করে গোল করেছে। এদিনের ম্যাচে জয়ের ফলে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ইকফাই এফ সি। দশ দিন আগে সরোজ সংঘও ১৫ গোলের ব্যবধানে সবুজ সংঘ কে পরাজিত করেছিল। চার ম্যাচ থেকে সরোজ সংঘের প্রাপ্ত পয়েন্ট সমসংখ্যক ১২ হলেও গোল ব্যবধানের নিরিখে ইকফাই ফুটবল ক্লাব এগিয়ে। খেলায় অসদাচরনের দায়ে রেফারি দু-দলের তিনজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিশ্বজিৎ দাস, খোকন সাহা, লিটন সাহা ও সুকান্ত দত্ত। এদিকে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবার কথা ছিলো সবুজ সংঘ ও বিবেকানন্দ ক্লাব। যদিও সি-ডিভিশন লিগ থেকে বিবেকানন্দ ক্লাব নাম প্রত্যাহার করে নেওয়ায়, নিয়মানুসারে ম্যাচ থেকে ৩ পয়েন্ট ও দুটি গোল পায় সবুজ সংঘ।