আগরতলা, ৪ জুলাই: প্রতাপগড় ব্রীজে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠিয়েছে।
মৃত যুবককের পিতা জানিয়েছেন, আজ সকালে প্রতাপগড় ব্রীজে মিঠুন সরকারের (২৮) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। তাদের বাড়ি খোয়াই রামচন্দ্র ঘাট এলাকায়। কিন্তু বর্তমানে তারা প্রতাপগড় এলাকায় ভাড়া থাকেন। প্রায় এক বছর হতে চলেছে ঝামেলা করে তার স্ত্রী বাপের বাড়িতে চলে গিয়েছে। তাদের গত ৯ বছর আগে সামাজিক বিয়ে হয়েছিল। বর্তমানে তাদের এক পুত্র সন্তান রয়েছে। সে বাবার সাথে ভাড়াবাড়িতেই থাকেন। স্ত্রী ছেড়ে চলে যাবার পর থেকে সে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যেত। আবার কয়েকদিন পর বাড়ি ফিরে যেতেন। তেমনি গত ৬ দিন পূর্বে মার কাছ থেকে ২০০ টাকা নিয়ে বাড়ি থেকে চলে গিয়েছিলেন। অনেক খোঁজাখুজির পরও তার হদিশ পাওয়া যায়নি। আজ সকালে তার কাছে খবর আসে মিঠুনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। সাথে সাথে তিনি ঘটনাস্থলে ছুটে গিয়েছেন।