নয়াদিল্লি, ৪ জুলাই (হি. স.): হরিয়ানা এবং দিল্লি বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির জোট হবে না। বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
এদিন তিনি বলেন, অন্য রাজ্যের সঙ্গে সেখানকার পরিস্থিতি বিচার করেই এই সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। পঞ্জাব, হরিয়ানাতেও একলা চলার নীতি নিয়েছে কংগ্রেস। লোকসভায় আম আদমি পার্টির সঙ্গে জোট করে লড়েছে কংগ্রেস শিবির। তবে বিধানসভার ক্ষেত্রে তা হবে না। জয়রাম রমেশ বলেন, লোকসভা ভোটকে মাথায় রেখে ইন্ডি জোট তৈরি করা হয়েছিল। তবে বিধানসভার ক্ষেত্রে একলা চলার নীতি নিয়েছে হাত শিবির। যদিও তিনি এও বলেন, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে ইন্ডি জোট একযোগে লড়াই করবে।