ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ে জয়ে জম্পুইজলা। সাফল্যের লক্ষ্যে অনেকটা এগিয়ে। এ পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে নিয়েছে। এখনোও অপরাজিত। মাঝে তৃতীয় ম্যাচটি পান্তৌয় স্পোর্টিং সোসাইটির সঙ্গে ড্র-এর পরিবর্তে জয় পেলে ইতোমধ্যে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে গেছে বলা যেত। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সি ডিভিশন লিগ ফুটবলে এ গ্রুপের খেলায় জম্পুইজলা প্লে সেন্টার ৪-২ গোলের ব্যবধানে সিমনা তামাকারী ফুটবল ক্লাবকে পরাজিত করেছে। জম্পুইজলার পক্ষে এটি পঞ্চম ম্যাচের মাথায় চতুর্থ জয়। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় জম্পুইজলা মূলতঃ ৩৬ মিনিট ধরে এক গোলে পিছিয়ে ছিল। খেলার ৮ মিনিটের মাথায় সিমনা তামাকারীর বয়ার দেববর্মার গোল সিমনা তামাকারী এগিয়ে গেলেও তা দীর্ঘক্ষণ ধরে রাখতে পারেনি। প্রথমার্ধের এক মিনিট বাকি থাকতে জম্পুইজলা কাঙরিয়া টা টাইপিং গোলটি শোধ করে খেলায় সমতা ফিরে আনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই যথেষ্ট আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে ম্যাচ এগোতে থাকলেও দীর্ঘক্ষণ গোলের সন্ধান কেউ পায়নি। অবশেষে ৮২ মিনিটের মাথায় জম্পুইজলার কিষান দেববর্মার গোল এবং ৫ মিনিট বাদে সুখদয়াল জমাতিয়া ও প্রবত কলাই পরপর তিনটি গোল জম্পুইজলাকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। তবে ঠিক শেষ মুহূর্তে সিমনা তামাকারীর সুরজিৎ নোয়াতিয়া একটি গোল পরিশোধ করে ব্যবধান কমিয়ে দুই চার করে নেয়। এদিকে খেলায় অসদাচরণের দায়ে প্রথমার্ধেই রেফারি বিজয়ী দলের জিমেইন কে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, খোকন সাহা, লিটন সাহা ও তপন কুমার নাথ।