আগরতলা, ৩ জুলাই: সংসদে রাজ্যসভার সাংসদ সুধা মূর্তি তাঁর প্রথম ভাষনেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সূচীতে শৈব তীর্থ ঊনকোটির নাম সংযুক্ত করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। তাঁর এই প্রয়াসের জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা সামাজিক মাধ্যমে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
আজ সংসদে রাজ্যসভার সাংসদ সুধা মূর্তি প্রথম ভাষনেই শৈব তীর্থ ঊনকোটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেছেন। পর্যটন স্থান হিসাবে ঊনকোটির তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি সরকারের নিকট
ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সূচীতে সংযুক্ত করার দাবি জানিয়েছেন। তাঁর এই প্রয়াসের জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) আন্তরিক ভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।