ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। নক আউট সদর। ফাইনালে উদয়পুর। এলিট গ্রুপের সেমিফাইনালে সদরকে এক প্রকার উড়িয়ে দিয়ে উদয়পুর ছিনিয়ে নিল ফাইনালে খেলার ছাড়পত্র। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র স্টেট এলিট গ্রুপের টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে। ধর্মনগরে কলেজ স্টেডিয়ামে। এই খেতাবি লড়াইয়ে মোহনপুর খেলবে উদয়পুরের বিরুদ্ধে। রবিবারে প্রথম সেমিফাইনালে মোহনপুর ৪১ রানের ব্যবধানে শান্তির বাজার কে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ রিজার্ভ ডে হিসেবে আজ, বুধবার উদয়পুর ৭৩ রানের ব্যবধানে সদরকে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে। ধর্মনগর কলেজ স্টেডিয়ামে বৃষ্টি ও প্রতিকূল পরিস্থিতির কারণে সকালের ম্যাচ শুরু হয়েছিল দুপুর দেড়টায়। টস জিতে সদর প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যে খেলায় ওভার সংখ্যা কমিয়ে একুশ করা হয়েছিল। ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে উদয়পুর অনেকটা ঝড়ো ব্যাট চালিয়ে সীমিত ২১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে দলের পক্ষে রানা দত্তের ৫৬ রান, তন্ময় ঘোষের ৫৩ রান এবং শংকর পালের ৩৬ রান যথেষ্ট উল্লেখের দাবি রাখে। রানা ৪৫ বল খেলে ৩টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫৬ রান পায়। তন্ময় ৩৫ বল খেলে একটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি মেরে ৫৩ রান সংগ্রহ করে। শংকরও দুর্দান্ত খেলে একুশ বলে দুটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে অপরাজিত ভূমিকায় ৩৬ রান সংগ্রহ করে। সদরের ভিকি সাহা দুটি, দীপ্তনু চক্রবর্তী, বিক্রম দেবনাথ, অভিজিৎ দেববর্মা প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে সদরের ওপেনার বিশাল ঘোষ একটু ধরে খেললেও প্রারম্ভিক দুইজন ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয়। বিশালের ২৭ রান, রিমন সাহার ২১ রান, দ্বীপায়ন দেববর্মার ১৯ রান কিছুটা উল্লেখ করার মতো। উদয়পুরের বোলার শঙ্কর পাল, রানা দত্ত ও শারুখ হোসেনের দাপটে সদর অনেকটা দুমড়ে যায়। ১৭.২ ওভার খেলে ১১৫ রান সংগ্রহ করেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। উদয়পুর জয় পায় ৭৩ রানের ব্যবধানে। ব্যাটে-বলে দারুন দক্ষতার নিদর্শন রেখে রানা দত্ত পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।