BRAKING NEWS

রাজ্যসভায় বিরোধীদের ‘রিমোট কন্ট্রোল’ খোঁচা মোদীর

নয়াদিল্লি, ৩ জুলাই (হি. স.) : বুধবার রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, ‘কংগ্রেস এখন ‘ভ্রষ্টচারী (দুর্নীতিগ্রস্ত) বাঁচাও আন্দোলন শুরু করেছে। দুর্নীতিবাজদের জেলে পাঠানো হলে কংগ্রেস হাঙ্গামা করে।’ এর পাশাপাশি প্রধানমন্ত্রী নাম না করে সোনিয়া গান্ধীকে খোঁচা দিয়ে বলেন, “যারা রিমোট কন্ট্রোলের সাহায্য বা ‘অটোপাইলট’ মোডে সরকার চালাতো। তাঁরা জানেই না কাজটা কীভাবে করতে হয়।”

উল্লেখ্য, ২০০৪-২০১৪, এই ১০ বছর কেন্দ্রে ইউপিএ সরকার চলাকালীন ইউপিএ–র চেয়ারপার্সন ছিলেন সোনিয়া। একই সঙ্গে ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটির শীর্ষপদেও ছিলেন তিনি। সেসময়ে বিরোধীদের অভিযোগ ছিল, ওই সময় প্রধানমন্ত্রী পদে মনমোহন সিং থাকলেও বকলমে সরকার চালাতেন সোনিয়াই। সেই সময় থেকেই ইউপিএ সরকারকে রিমোট কন্ট্রোল সরকার বলে কটাক্ষ করত তৎকালীন বিরোধীরা। দীর্ঘদিন বাদে ‍বুধবার সংসদে সেই পুরনো ইস্যু খুঁচিয়ে তুললেন মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *