আগরতলা, ৩ জুলাই: বিদ্যালয়ে জনজাতি ছাত্রীকে দৈহিক নিগ্রহের ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে ডেপাছরা প্রাইমারি স্কুলের বিদ্যালয় প্রধান শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। আজ শিক্ষা দপ্তর থেকে এক নোটিফিকেশন জারি করে একথা জানানো হয়েছে।
উল্ল্যেখ্য, গত ২৮ জুন ডেপাছরা প্রাইমারি স্কুলের এক জনজাতি ছাত্রীকে শাসনের নামে তীব্র দৈহিক নিগ্রহ করেন সেই স্কুলের প্রাইমারি বিভাগের প্রধান শিক্ষক বিনয় প্রিয় চাকমা। বিষয়টি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার গোচরে আসতেই বিদ্যালয় শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছিলেন। তার পরপরই এক আদেশমূলে সাসপেন্ড হয়েছেন ওই অভিযুক্ত শিক্ষক। আজ এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৮ জুন ডেপাছরা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষ্ বিনয় প্রিয় চাকমা স্কুলের দায়িত্ব পালন করার সময় ওই স্কুলের অপর্ণা রিয়াং নামে একজন ছাত্রীকে শারীরিকভাবে শাসন করেন। এটি মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করে। ওই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে।
আরও নির্দেশ দেওয়া হয়েছে, যে এই আদেশ বলবৎ থাকার সময়কালে পর্যন্ত ওই শিক্ষক পেঁচারথলে থাকবেন।