BRAKING NEWS

ক্ষোভের বহিঃপ্রকাশ, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ

আলিপুরদুয়ার, ৩ জুলাই (হি.স.): দীর্ঘদিন হয়ে গেলেও আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য ও রেজিস্ট্রার ফিনান্স অফিসার ও কন্ট্রোলার নেই। বিশ্ববিদ্যালয়ে এই অরাজকতার জন্য রাজ্যের রাজ্যপালই দায়ী। এমনটাই দাবি তৃণমূল ছাত্র পরিষদের। তাই স্থায়ী উপাচার্য ও রেজিস্ট্রার, ফিনান্স অফিসার ও কন্ট্রোলারের নিয়োগের দাবিতে বুধবার বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের নেতারা। বিশ্ববিদ্যালয়ের বর্তমান অস্থায়ী উপাচার্য ও অস্থায়ী রেজিস্ট্রারের ঘরে তালা লাগিয়ে দিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয় চত্বরে উপস্থিত ছিলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল। যদিও এদিন অস্থায়ী উপাচার্য ও রেজিস্ট্রার দু’জনের কেউই বিশ্ববিদ্যালয়ে ছিলেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *