রাঁচি, ৩ জুলাই (হি. স.) : পরিস্থিতি সামলাতে চম্পাই সোরেনকে মুখ্যমন্ত্রীর পদে বসানো হয়েছিল। তবে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেলের বাইরে বেরোতেই সরতে হচ্ছে চম্পাইকে। জেল মুক্তির পর ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান হেমন্ত। জানা যাচ্ছে, জেএমএম, কংগ্রেস এবং আরজেডির বিধায়ক দলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফের হেমন্তকেই মুখ্যমন্ত্রী পদে বসানো হবে। এদিকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে দেওয়া হবে দলের কার্যনির্বাহী সভাপতি পদ।
জমি কেলেঙ্কারি মামলায় জেলে গিয়েছিলেন ঝাড়খণ্ডের তৎকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। যদিও জেলে যাওয়ার আগে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হেমন্ত। গত সপ্তাহে তিনি জামিন পান। সে রাজ্যের শাসক জোট, অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস এবং আরজেডি হেমন্ত সোরেনকেই নেতা নির্বাচিত করেছে। জোটের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফের সে রাজ্যের কুর্শিতে বসবেন হেমন্ত। বদলে চম্পাই সোরেনকে দায়িত্ব দেওয়া হবে জেএমএম-এর কার্যনির্বাহী সভাপতি পদ।