ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ফের শুরু হয়েছে মহিলা লিগ ফুটবলের ম্যাচ। দু’দিন বিরতি কাটিয়ে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত বৈকুণ্ঠ মেমোরিয়াল মহিলা ফুটবল লিগের দশম ম্যাচে আজ, মঙ্গলবার ৩-০ গোলের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে চলমান সংঘকে হারিয়ে যায়। এটি ফুলো ঝানুর পক্ষে চতুর্থ ম্যাচের মাথায় লাগাতর দ্বিতীয় জয়। প্রথম দুই ম্যাচে যথাক্রমে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার এবং ত্রিপুরা স্পোর্টস স্কুলের কাছে হেরে তৃতীয় ম্যাচের মাথায় আনন্দ নগর প্লে সেন্টার কে ১৫ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে অনেকটা মনোবল তৈরি করে নিয়েছিল। কার্যত তারই রেশ ধরে চলমানকে আজ তিন গোলে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল এক-শূন্য গোলে এগিয়ে ছিল। খেলার ১০ মিনিটের মাথায় দিপালী হালামের গোলে দল লিড নেয়। প্রথমার্ধের পরবর্তী সময়ে দু দলের মধ্যে পারস্পরিক আক্রমণ দেখা গেলেও দ্বিতীয় আর কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে রূপনী ওড়াং একটি গোল করলে ব্যবধান বেড়ে ২-০ হয়। ধীরে সুস্থে খেলে একদিকে রক্ষণভাগকে শক্ত রেখে সুযোগ বুঝে আক্রমণ রচনা করতেও তারা ভুল করেনি।
আবার ঠিক ১৫ মিনিট পর মৌসুমী ওড়াং একটি গোল করলে দলের পক্ষে গোল ব্যবধান বেড়ে ৩-০ হয়। পরবর্তী সময়ের খেলা পরস্পর বিরোধী আক্রমণ চোখে পড়লেও চলমান সংঘ যেমন গোল করে ব্যবধান কমানোর সুযোগ পায়নি। তেমনি ফুলো ঝানুও ৩-০ তেই জয় ছিনিয়ে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সুকান্ত দত্ত , ইন্দ্রানী দে, সুশান্ত দাস ও মুক্তা ধর।