হাফলং ২ জুলাই (হি. স.) : লাগাতার বৃষ্টির জেরে হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা ও হারাঙ্গাজাও অংশে নদীর জলের স্রোতে ওয়াশ আউট হয়ে যাওয়ার দরুন সোমবার থেকেই হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়েছে। হাফলং শিলচর জাতীয় সড়কের জাটিঙ্গা ও হারাঙ্গাজাওয়ের মধ্যবর্তী কাপুরছড়া দলইচুঙ্গা ও ডিমরুছড়াতে বৃষ্টির জেরে পাহাড়ি নদীর জল অস্বাভিক ভাবে বেড়ে যাওয়ার দরুন ওই তিনটি স্থানে সড়ক ওয়াশ আউট হয়ে যাওয়ার দরুন ওই সড়ক পথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও নির্মান সংস্থা যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে সড়ক মেরামতির কাজ চালিয়ে গেলেও এখন পর্যন্ত সড়ক পথটি সচল করতে পারে নি। বৃষ্টির জন্য কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে নির্মান সংস্থাকে। তবে বৃষ্টি বন্ধ হলে মঙ্গলবার রাত বা বুধবার সকালের মধ্যে এই জাতীয় সড়ক সচল হয়ে উঠার সম্ভাবনা আছে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে সড়ক পথটি সচল হয়ে উঠা অসম্ভব হয়ে পড়বে।
এদিকে ২৭ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়ার জেরে সোমবার থেকেই রাস্তার দুপাশে বহু যানবাহন আটকা পড়ে আছে। এতে দূর্ভোগ চরম আকার ধারণ করেছে। এদিকে দিহাঙ্গী দিয়ুংমুখ ডি ডি রোডে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে জেলাপ্রশাসন কারন দিহাঙ্গী দিয়ুংমুখ ডি ডি রোডে থাইজোয়ারির কাছে একটি সেতুর কাছে পাহাড়ি নদীর জলে সড়ক তলিয়ে নিয়ে যাওয়ার দরুন ওই পথে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জেলাপ্রশাসনের পক্ষ থেকে ওই রাস্তার বদলে বিকল্প দিহাঙ্গী উমরাংশু বা লংকা লামডিং পথ দিয়ে যানবাহন চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে জেলাপ্রশাসনের পক্ষ থেকে।