কলকাতা লিগের জন্য স্কোয়াড ঘোষণা মোহনবাগানের

কলকাতা, ১ জুলাই (হি. স.): মঙ্গলবার থেকে কলকাতা ফুটবল লিগের অভিযান শুরু করছে মোহনবাগান সুপারজায়ান্টস। গতবছর একাধিক ম্যাচে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় তাদের। তবে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই মেরিনার্সদের। মঙ্গলবার ব্যারাকপুর স্টেডিয়ামে ভবানীপুর ক্লাবের মুখোমুখি হবে তারা। তার জন্য সোমবার নিজেদের সম্পূর্ণ স্কোয়াড ঘোষণা করেছে মোহনবাগান।

গোলরক্ষক:

সৈয়দ জাহিদ হোসেন, অভিষেক বলোয়ারি,নন্দন রায়, রাজা বর্মন।

রক্ষনভাগ:

সুমিত রথী, দীপেন্দু বিশ্বাস, রাজ বাঁশফোর, আমনদীপ, সৌরভ ভানওয়ালা, লিওয়ান কাস্তানহা,ব্রিজেশ গিরি,সায়ন দাস,সোরোখাইবাম প্রীতম,চন্দন যাদব,রবি রানা।

মাঝমাঠ:

অভিষেক সূর্যবংশী, নিংওম্বা ইংসন সিং, শিবাজিৎ সিং, থামসল টংসিন,

উইঙ্গার:

টাইসন সিং, উত্তম হাঁসদা, তপন হালদার, সালাউদ্দিন আদনান,আকাশ সিং।

আক্রমণভাগ:

আদিল আব্দুল্লা ও বিনয় মুরগোদ,মহম্মদ ফারদিন আলী মোল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *