ধর্মনগরের রাজনগর কলোনি জুড়ে অবৈধ মদের আসর, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১ জুলাই: নেশা বিরোধী অভিযানে পুলিশ যখন কোমর বেঁধে ময়দানে নেমেছে ঠিক সেই সময়ে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের রাজনগর কলোনিতে বাংলা মদের রমরমা পরিলক্ষিত হচ্ছে। পুলিশের একাংশের প্রচ্ছন্ন মধ্যতেই এই দেশী মদ তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাতে এলাকার পরিবেশ কলুষিত হয়ে উঠেছে। রাজনগর কলোনির গ্রাম পঞ্চায়েত হয়ে উঠেছে বাংলা মদের অবৈধ কারখানা।

যুবরাজ নগর আর ডি ব্লকের অধীন রাজনগর গ্রাম পঞ্চায়েত হয়ে উঠেছে বাংলা মদের অবৈধ ব্যবসায়ীদের কারখানা।

এই গ্রামের অধিকাংশ গ্রামবাসীর মাসিক উপার্জনের রাস্তা একটাই তা হচ্ছে অবৈধ দেশীয় মদের ব্যবসা। ধর্মনগরের বিশেষ করে পূর্ব বাজারে পুলিশ এবং পুর পরিষদের যৌথ অভিযানে যেসব দোকান ভাঙ্গা হয়েছে এবং যাদের বিরুদ্ধে অবৈধ মদের আস্তানা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার অধিকাংশই আসে এই রাজনগর গ্রাম পঞ্চায়েত থেকে। শুধুমাত্র বাজার নয় সারা ধর্মনগরে যেসব অবৈধ দেশীয় মদ বিক্রি চলছে তার সবগুলি আসে এই রাজনগর গ্রাম পঞ্চায়েত থেকে। গ্রামের শান্তি ফিরিয়ে আনতে এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি উঠেছে।