BRAKING NEWS

হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়ক ওয়াশ আউট, পাহাড় লাইনে রেল চলাচল বিঘ্নিত

হাফলং (অসম) ১ জুলাই (হি. স.) : পাহাড় থেকে জল কাঁদা মাটি নেমে আসায় লামডিং বদরপুর হিল সেকশনে রেল চলাচল বিঘ্নিত হয়েছে সোমবার। নাগাড়ে বৃষ্টির জেরে সোমবার লামডিং বদরপুর হিল সেকশনের নিউ জাটিঙ্গা লামপুর ও নিউহারাঙ্গাজাও স্টেশনের মধ্যবর্তী স্থানে পাহাড় থেকে নেমে আসা জল কাঁদা মাটি ভরে একাকার হয়ে যাওয়ার দরুন পাহাড় লাইনে রেল চলাচল বিঘ্নিত হয়। বেশ কয়েক ঘন্টা আটকে রাখা হয় শিলচর গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন এবং নিউহাফলং স্টেশনে আটকে রাখা হয় শিয়ালদাহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটিকে। অবশেষে রেল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় ড্রেন কেটে জল বের কাঁদা মাটি সরিয়ে বিকেল ৩ টা নাগাদ রেল চলাচল পুনরায় স্বাভাবিক করে তুলার পর শিলচর গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনটি নিউ হারাঙ্গাজাও স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয়।

অন্যদিকে নিউহাফলং স্টেশনে আটকে থাকা শিয়ালদাহ আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি আগরতলার উদ্দেশ্যে যাত্রা করে। তাছাড়া শিলচর শিয়ালদাহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি দুপুর ২ টা নাগাদ শিলচর থেকে শিয়ালদাহর উদ্দেশ্যে রওনা হয়। এদিকে হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাওয়ের মধ্যে দলইচুঙ্গা ও ডিমরুছড়ার কাছে সড়ক পথ সম্পূর্ণ জলের স্রোতে ওয়াশ আউট হয়ে যাওয়ার জেরে হাফলং শিলচর জাতীয় সড়কে পুনরায় অনিদৃষ্টকালের জন্য হাফলং শিলচর জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়ে। যার দরুন যাত্রী দূর্ভোগ চরম আকার ধারন করেছে। জাতীয় সড়কের দুই পাশে বহু যানবাহন আটকা পরেছে। এদিকে লাগাতার বৃষ্টির জেরে দিহাঙ্গী দিয়ুংমুখ ডি ডি রোড ও গুঞ্জুং লোয়ার হাফলং সড়ক পথে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার পাশাপাশি লংকা লামডিং ভায়া মাইবাং ২৭ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *