জুরিখ, ১ জুলাই (হি. স.): দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতে এখন চলছে আনন্দ-উৎসব।
সেই আনন্দে ভাগ বসালেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফুটবলের মানুষ হলেও ক্রিকেটের খোঁজটাও তিনি রাখেন। ভারত বিশ্বকাপ জেতায় দলকে শুভেচ্ছা জানিয়েছেন ফিফার সভাপতি।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে ইনফান্তিনো লিখেছেন, ‘ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় ভারতকে অভিনন্দন। একটি ক্রীড়া জাতির জন্য এটি একটি দারুণ মুহূর্ত।’