জাকার্তা, ১ জুলাই (হি. স.): রবিবার গভীর রাতে এশিয়া জুনিয়র চ্যাম্পিয়নশিপে জাপানের কাজুমা কাওয়ানোর বিরুদ্ধে চিনের ঝাং ঝিজি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ম্যাচের প্রথম গেম চলার সময়ে কোর্টের মধ্যে লুটিয়ে পড়েন ঝাং ঝিজি। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন।
ইন্দোনেশিয়ার জাকার্তায় একটি ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হওয়ায় ১৭ বছর বয়সী চিনের এই তরুণ ব্যাডমিন্টন খেলোয়াড় প্রয়াত হয়েছেন। সোমবার এমনটাই জানানো হয়েছে কর্মকর্তাদের তরফে।