BRAKING NEWS

সকালে রাহুল বন্দনায় মোদী

নয়াদিল্লি, ৩০ জুন (হি. স.): ২০২৩ সালের বিশ্বকাপের পরই কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ছিল তাঁর। কিন্তু তাঁকে ২০২৪ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত থেকে যাওয়ার জন্য রাজি করিয়েছিলেন বিসিসিআই কর্তারা। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না, শনিবার ভারত বিশ্বকাপ জেতায় আবার সেটাই প্রমাণিত হলো। আর ভারতের এই জয়ের কৃতিত্ব রাহুলের হাতেই তুলে দিলেন খোদ নরেন্দ্র মোদী।

রবিবার সকালে এক্স হ্যান্ডলে মোদী লেখেন, রাহুল দ্রাবিড়ের অনবদ্য কোচিং ভারতীয় ক্রিকেটকে এই সাফল্যের রূপ দিয়েছে। ওঁর অদম্য জেদ, বিচক্ষণতা, দূরদর্শীতার জোরেই ভারতীয় দল গড়ে উঠেছে। তিনি আরও বলেন, এই অবদানের জন্য ভারতবাসীরা ওঁর কাছে কৃতজ্ঞ। ওঁকে বিশ্বকাপ জিততে দেখে খুশি। ওঁকে অভিনন্দন জানিয়ে আনন্দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *