মালদা, ২৯ জুন (হি. স.) : শনিবার সকালে মানিকচকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হল ছয় ব্যক্তি। ধৃতদের আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
মানিকচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মানিকচকের হরিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে আম বাগান থেকে ওই ছ’জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় একটি সেভেন এমএম পিস্তল, আট রাউন্ড কার্তুজ, দুটি ম্যাগাজিন ও দুটি মোটরবাইক। আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে ওই ছয় জন আমবাগানে জড়ো হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।