নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.) : আবগারি দুর্নীতি মামলায় সিবিআই-এর হাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হতেই ক্ষোভে ফুঁসছে তাঁর দল আম আদমি পার্টি। শনিবার দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন করলেন এএপি-র শীর্ষ নেতারা। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন দিল্লির মন্ত্রী অতিশী, গোপাল রাই প্রমুখ।
আম আদমি পার্টির এই বিক্ষোভের প্রেক্ষিতে দিল্লিতে দলের সদর দফতরের বাইরে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়। এএপি-র বিপুল সংখ্যক নেতা ও কর্মীরা ইডি ও সিবিআই-এর ভূমিকার তীব্র নিন্দা করেন। আক্রমণ করেন বিজেপিকেও।