সেই সেমিফাইনালের রিপ্লে, শনিবার ফাইনাল ম্যাচেও থাকছে বৃষ্টির শঙ্কা

বারবাডোজ, ২৯ জুন (হি. স.): শনিবার বারবাডোজে মেগা ফাইনাল ম্যাচে মাঠে নামবে টুর্নামেন্টের দুই অপরাজিত দল ভারত এবং দক্ষিণ আফ্রিকা।কিন্তু ফাইনালের চিত্রটা সেই সেমিফাইনালেরই মত।বলা যেতে পারে সেই সেমিফাইনালের রিপ্লে।

ইংল্যান্ড-ভারতের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ বারবার বিঘ্নিত হয়েছে বৃষ্টির জন্য। আর শনিবারের ফাইনাল ম্যাচও বিঘ্নিত হতে পারে বৃষ্টির জন্য।

বারবাডোজে স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে ফাইনাল ম্যাচ। আবহাওয়া বিষয়ক বিশ্বস্ত ওয়েবসাইট অ্যাকু ওয়েদারের তথ্য অনুযায়ী, এইসময় আকাশ মেঘলা থাকবে।বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪৭ শতাংশ। পূর্ব দিক থেকে ৩৫ কিলোমিটার গতিতে হাওয়া বইবে। ৩ মিলিমিটার বৃষ্টি হতে পারে। আর্দ্রতা থাকবে ৭৮ শতাংশ আর তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস।

দুপুরের দিকে কমবে বৃষ্টির সম্ভাবনা। তবে সন্ধ্যায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে ফাইনাল না খেলেই চ্যাম্পিয়ন হবে ভারত। কারণ সুপার এইটে বেশি রান রেট নিয়ে ফাইনালে উঠেছিল তারা।