বাসন্তী,২৮ জুন (হি. স.) : বিগত বেশ কিছুদিন ধরেই বাসন্তী থানার বিভিন্ন প্রান্ত থেকে টোটো চুরির ঘটনা ঘটছিল। রাতের অন্ধকারে বাড়ির বাইরে থেকে কোথাও আবার ঘরের দরজা ভেঙে টোটো চুরি করে পালাচ্ছিল অভিযুক্তরা। এই বিষয়ে বিগত বেশ কিছুদিন ধরেই বাসন্তী থানায় একাধিক লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে বাসন্তী থানার পুলিশ বৃহস্পতিবার হাতে নাতে টোটো চুরির একটা গোটা গ্যাংকেই ধরে। মোট আট অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বাসন্তী ও ক্যানিং এলাকা থেকে। ধৃতদের কাছ থেকে চারটি চোরাই টোটো উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে ছয় জনের বাড়ি বাসন্তী থানা এলাকায় এবং দুজনের বাড়ি ক্যানিং থানা এলাকায়। ধৃতদের শুক্রবার আলিপুর আদালতে তোলা হয়েছে। অভিযুক্তদের পুলিশ হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে বাসন্তী থানার পুলিশ। পাশাপাশি এই গ্যাংয়ের সঙ্গে আরও কে অথবা কারা জড়িত রয়েছে সে বিষয়েও তদন্ত শুরু করছে পুলিশ।
2024-06-28