মালদায় মিড-ডে মিলে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে বিক্ষোভ অভিভাবকদের

সামসী, ২৮ জুন (হি. স.) : মালদার চাঁচল-২ নম্বর ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে উঠল । এই অভিযোগে ওই স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে । ঘটনায় এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই বিদ্যালয় চত্বরে।

এক গ্রামবাসী মনজুর আলম ক্ষোভের সঙ্গে বলেন, ‘বাচ্চাদের যে খাওয়ার দেওয়া হচ্ছে। সেই খাবার আমরা গোরু ছাগলদের খাওয়াই। প্রধান শিক্ষক নিজে বাজার করেন। বাজারের অবশিষ্ট পচা ডাল, কম পরিমাণের বাজার করে নিয়ে আসা হচ্ছে। আমরা এর আগেও এই নিয়ে অভিযোগ করেছি। কিন্তু কোনও কর্ণপাত করেননি প্রধান শিক্ষক।‘

উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেনের বক্তব্য, ‘বাজার থেকে সবজি খুব ভালোই কেনা হয়েছিল। কিন্তু সবজিগুলো ভুলবশত ব্যাগে থাকার ফলে হয়তো কিছুটা খারাপ হয়ে যেতে পারে। পড়ুয়াদের প্রতিদিনই যথাযথ খাবার পরিবেশন করা হয়।‘ তিনি আরও ভালো খাবার পরিবেশন করবেন বলে অভিভাবকদের আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *