BRAKING NEWS

৫ জুলাই থেকে মালদায় আম উৎসব শুরু, চলবে ৭ তারিখ পর্যন্ত

মালদা, ২৮ জুন (হি.স.): জুলাইয়ের প্রথম সপ্তাহে মালদায় অনুষ্ঠিত হতে চলেছে সৃষ্টিশ্রী আম মেলা। ৫ থেকে ৭ জুলাই এই আম মেলা ও উৎসব অনুষ্ঠিত হবে মালদা শহরের বিবেকানন্দ বিদ্যামন্দির সংলগ্ন ময়দানে। ইতিমধ্যেই এই আম মেলা ও উৎসব নিয়ে বৈঠক করেছেন জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক-সহ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা ওই বৈঠকে হাজির ছিলেন।

জেলা উদ্যানপালন আধিকারিক বলেন, জনপ্রিয় বিভিন্ন প্রজাতির আম ছাড়াও বিশেষ প্রজাতির আমও মিলবে ওই মেলায়। থাকবে আমজাত বিভিন্ন সামগ্রী ও আম দিয়ে তৈরি মিষ্টিও। ৩০টিরও বেশি স্টল থাকছে এই উৎসবে। এই আম মেলাকে ঘিরে স্থানীয় মানুষজনের মধ্যে প্রতিবছরই যথেষ্ট উৎসাহ দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *