নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন: ১৯৫৫ সালে নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়েছিল। পরবর্তীতে ১৯৮৮ সালে উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হয় স্কুলটি। আজ নোয়াগাঁও কৃষ্ণনগর বিদ্যালয়টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় হিসেবে উত্তীর্ণ হল। এ উপলক্ষে আজ এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর শম্পা সেন সহ অন্যান্যরা। প্রসঙ্গত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার। কিন্তু তিনি রাজ্যে না থাকায় আজকের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।