BRAKING NEWS

এইমস-এ চিকিৎসাধীন এল কে আডবাণী, স্থিতিশীল রয়েছেন বর্ষীয়ান এই নেতা

নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.): আচমকাই অসুস্থ হয়ে পড়লেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। তাঁকে ভর্তি করা হয়েছে দিল্লির এইমস-এ। বৃহস্পতিবার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস)-এ ভর্তি করা হয়েছে লালকৃষ্ণ আডবাণীকে। তিনি এখন স্থিতিশীল রয়েছেন বলেই জানা গিয়েছে।

সম্প্রতি ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। বৃহস্পতিবার অসুস্থ লালকৃষ্ণ আডবাণীকে দিল্লির এইমস-এ ভর্তি করা হয়েছে। এইমস সূত্রের খবর, ইউরোলজি বিভাগের চিকিৎসকরা তাঁর চিকিৎসা করছেন, তিনি স্থিতিশীল ও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *