নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.): তিহাড় জেলে গিয়ে আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। জিজ্ঞাসাবাদের পর তাঁর বয়ান নথিবদ্ধ করা হয়েছে। মঙ্গলবারই তিহাড় জেলে গিয়ে কেজরিওয়ালের বয়ান রেকর্ড করেছে সিবিআই। বুধবার তাঁকে আদালতে হাজির করানোর অনুমতিও পেয়েছে সিবিআই।
আদালতে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে সিবিআই। অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআই গ্রেফতার করতে পারে বলেও শোনা যাচ্ছে। বুধবারই সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের জামিন সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় কেজরিকে গ্রেফতার করেছিল ইডি। এবার সিবিআই জেলে গিয়ে তাঁর বয়ান রেকর্ড করল।