নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ জুন:
নাবালিকার শ্লীলতাহানির দায়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে।

ঘটনার বিস্তারিত বিবরণে জানা গেছে, ভাড়াটিয়ার ১১ বছরের নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হল  অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী। ঘটনা উদয়পুর ফুলকুমারী নবশক্তি ক্লাব এলাকায়। ধৃত পুলিশ কর্মীর বয়স আনুমানিক ৬৫ বছর। অভিযোগ ৬৫ বছরের বৃদ্ধ বাড়ির ভাড়াটিয়ার নাবালিকা মেয়েকে ছাদের উপর নিয়ে গিয়ে অশ্লীল আচরণ করে। ঘটনা জানাজানি হওয়ার পর প্রতিবেশীদের মধ্যে প্রচন্ড ক্ষোভ তৈরি হয়। খবর দেওয়া হয় আর কে পুর থানায়।

পরবর্তীকালে আর কে পুর মহিলা থানার পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ অভিযুক্তকে আটক করে তদন্তে নেমে ঘটনার যাচাই করছে। তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *